দ্বিতীয় ইনিংস শুরু করতে হাথুরু আসছেন সোমবার

দ্বিতীয় ইনিংস শুরু করতে হাথুরু আসছেন সোমবার
২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেন সাবেক লঙ্কান ক্রিকেটার চন্ডিকা হাথুরুসিংহে। তৎকালীন সময়ে আলোচিত এই কোচ সাকিব আল হাসানদের সঙ্গে দ্বিতীয় দফায় কাজ করতে আগামীকাল (সোমবার) ঢাকায় আসবেন বলে জানা গেছে।

জানা গেছে, সোমবার রাত সাড়ে ১০টায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখবেন হাথুরু। এরপরের দিন বিশ্রামে থেকে ২২ ফেব্রুয়ারি থেকে তিনি বাংলাদেশে দ্বিতীয় ইনিংস শুরু করবেন।

এর আগে হাথুরুসিংহের দ্বিতীয় দফায় ফেরার খবর নিশ্চিত করেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি জানিয়েছিলেন, জানিয়েছিলেন, হাথুরু তিন ফরম্যাটেই কোচ হয়ে ফিরছেন। থাকবেন কমপক্ষে দুই বছরের জন্য। এছাড়া হাথুরুর সহকারী হিসেবে কে থাকছেন সেটা এখনো নিশ্চিত করেনি বিসিবি।

এদিকে, বিসিবির হেড অফ প্রোগ্রামস ডেভিড মুর বাংলাদেশে এসেই কাজ শুরু করেছেন। তার অধীনে লেগ-স্পিনার হান্ট কর্মসূচি গ্রহণ করেছে ক্রিকেট বোর্ড। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলা ও বিভাগে এই কার্যক্রম পরিচালনা করা হবে।

অন্যদিকে, হাথুরুর ফেরার দিন সোমবারই জাতীয় দলের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডও দেশে পা রাখবেন। সাবেক এই প্রোটিয়া বোলার গত ভারত সফরের পর ছুটি কাটাতে পরিবারের সঙ্গে যোগ দিয়েছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

২০২৩ সালে বাংলাদেশের সেরা কারা?
সর্বোচ্চ গোলদাতা হয়েই বছর শেষ করলেন রোনালদো
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সাফল্যের হার ৭১ শতাংশ
ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশের নাহিদা
বাংলাদেশ ম্যাচে কে এই নারী আম্পায়ার
সুখের মাউন্ট মঙ্গানুইয়ে বেরসিক বৃষ্টির জয়
টাইগারদের আগামী বছরের কর্মসূচিতে নেই অস্ট্রেলিয়া-ইল্যাংন্ড
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা হতে পারে জানুয়ারিতে