বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন আব্দুল মান্নান

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন আব্দুল মান্নান
বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনের (ডিভিশন-২) পরিচালক মো. আব্দুল মান্নান নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। রোববার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মো. আব্দুল মান্নান ১৯৯৩ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। তিনি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এবং বাংলাদেশ ব্যাংকের বগুড়া ও রাজশাহী অফিসে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। এএফডি-এর অর্থায়নে তৈরিপোশাক শিল্প প্রকল্পের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

মো. আব্দুল মান্নান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পেশাগত দায়িত্ব পালনকালে তিনি সুইজারল্যান্ড, ইতালি, ফ্রান্স, ইংল্যান্ড, থাইল্যান্ড ও সিঙ্গাপুরের বিভিন্ন সংস্থা কর্তৃক আয়োজিত সভা, সেমিনার ও প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

তিনি বর্তমানে ফরেন এক্সচেঞ্জ অপারেশন ডিপার্টমেন্ট ও আইপিএফএফ-ওও প্রজেক্টের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
ইসলামী ব্যাংকে এস আলমপন্থি ২০০ কর্মকর্তা বরখাস্ত, ওএসডি ৫ হাজার
বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নিয়ে ইসলামী ব্যাংকের বক্তব্য
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের টাকা উধাও
পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত করতে বসছে প্রশাসক
ডিজিটাল ব্যাংক খোলার আবেদনের সময় বাড়ল
একীভূতকরণে তিন ব্যাংকের সম্মতি, সময় চায় দুটি
একীভূত হতে রাজি গ্লোবাল ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংকের নতুন এমডি ও সিইও হলেন তারেক রেফাত উল্লাহ খান
ঋণ, ওভারড্রাফট ও গ্যারান্টির জন্য মাস্টার সার্কুলার জারি