২০২৩ সালের নির্বাচিত লোকাল প্রেসিডেন্ট মোহাম্মাদ মাহমুদুর রহমানের কাছে চেইন হস্তান্তর করেন ২০২২ সালের লোকাল প্রেসিডেন্ট মুহাম্মাদ আলতামিশ নাবিল। একইসঙ্গে জেসিআই ঢাকা ওয়েস্টের ২০২৩ সালের প্রথম জেনারেল মেম্বার মিটিং এবং কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেসিআই বাংলাদেশের ২০২৩ সালের প্রেসিডেন্ট জিয়াউল হক ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন জেসিআই তাইওয়ানে ভাইস প্রেসিডেন্ট জেনিফার চাং।
অনুষ্ঠানে জেসিআই বাংলাদেশের বর্তমান প্রেসিডেন্ট ও জেসিআই ঢাকা ওয়েস্টের সাবেক প্রেসিডেন্ট জিয়াউল হক ভূঁইয়া বলেন, ‘জেসিআই ঢাকা ওয়েস্ট সবসময় অন্যদের চেয়ে এগিয়ে থাকে। নতুন নতুন ধারনা বাস্তবায়ন করে থাকে। এটি আমার হোম চ্যাপ্টার। আমার বিশ্বাস জেসিআই ঢাকা ওয়েস্ট সামনের দিনে আরো এগিয়ে যাবে।
জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮-৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের একটি সংগঠন। জেসিআইর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে অবস্থিত। ১২০টিরও বেশি দেশে এর কার্যক্রম রয়েছে। বিশ্বে এর সদস্য সংখ্যা ২ লাখের বেশি।
বাংলাদেশে বর্তমানে জেসিআইয়ের প্রায় ৩০টির বেশি আঞ্চলিক শাখা কাজ করছে। এরমধ্যে জেসিআই ঢাকা ওয়েস্ট সবচেয়ে বড় এবং পুরোনো।