ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে,
দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৭৬২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩পয়েন্ট কমে অবস্থান করছে ১১০৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬৪৫ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৯টির, দর কমেছে ৩২৩টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৩টির।
টাকার অংকে লেনদেন হয়েছে ৭২৯ কোটি ৩৬ লাখ ৯৩ হাজার টাকা। যা আগের দিন থেকে ২০৮ কোটি ৬২ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৯৩৭ কোটি ৯৮ লাখ টাকার।
অপরদিকে, দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৮২ পয়েন্টে।
এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৬০টির, কমেছে ২৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির দর। আজ সিএসইতে ৩০ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।