ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (০১ মার্চ) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘন্টা পর অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৩২ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ০২ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস-৩০’ সূচক ০১ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৩৬২ ও ২২২২ পয়েন্টে অবস্থান করছে।
এসময় ডিএসইতে ২১৭ কোটি ০৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১২৮টির, কমেছে ৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩১টি কোম্পানির শেয়ারের।
অর্থসংবাদ/এসএম