মূলধন বাড়ছে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের

মূলধন বাড়ছে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের
অনুমোদিত ও পরিশোধিত মূলধন বাড়ছে হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের। এজন্য ‘দ্য বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন অর্ডার ১৯৭৩’ এর সংশোধন প্রস্তাব চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (১০ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। গণভবন প্রান্ত থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা এই বৈঠকে যোগ দেন।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘খসড়া আইনে সেবার আওতা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। অথরাইজ ক্যাপিটাল (অনুমোদিত মূলধন) ও পেইডআপ ক্যাপিটাল (পরিশোধিত মূলধন) বাড়ানো হচ্ছে। অথরাইজ ক্যাপিটাল এক হাজার কোটি টাকা এবং পেইডআপ ক্যাপিটাল ৫০০ কোটি টাকা করা হচ্ছে। আগে এটা অনেক কম ছিল।’

‘অথরাইজড ও পেইডআপ ক্যাপিটাল বাড়লে প্রতিষ্ঠানটির কাজের পরিধি অনেক বেড়ে যাবে, অনেক বেশি কাজকর্ম করতে পারবে।’

এছাড়া অপরাধের শাস্তির পরিমাণ বাড়িয়ে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত জেল ও পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হচ্ছে।

২০১৯ সালের ২৬ আগস্ট মন্ত্রিসভা এই আইনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছিল বলে জানিয়েছেন খন্দকার আনোয়ারুল ইসলাম।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো