ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (০১ মার্চ) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ০২ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২১৪ পয়েন্টে।
একইসঙ্গে ‘ডিএস-৩০’ সূচক ০১ পয়েন্ট এবং ‘ডিএসইএস’ সূচক ০২ পয়েন্ট কমে যথাক্রমে ২২১৮ ও ১৩৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
আজ ডিএসইতে ৪৫২ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগে গত ১২ ফেব্রুয়ারি, সর্বোচ্চ লেনদেন হয়েছিল ৪৭০ কোটি ৮৪ লাখ টাকার।
এদিন ডিএসইতে মোট ৩৩১ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৬৮ কোম্পানির। দরপতন হয়েছে ৮১ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১৮২ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।
অর্থসংবাদ/এসএম