ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (০১ মার্চ) কোম্পানিটির শেয়ারদর সর্বোচ্চ কমেছে ২১ টাকা ২০ পয়সা বা ৬ দশমিক ৩৩ শতাংশ। ফলে দরপতনের তালিকায় শীর্ষে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
সর্বোচ্চ দরপতনের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সোনালী পেপার। এদিন কোম্পানিটির শেয়ারপ্রতি দর কমেছে ৩ দশমিক ২৩ শতাংশ। আর ২ দশমিক ১৯ শতাংশ শেয়ারদর কমায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে জেএমআই হসপিটাল।
বুধবার ডিএসইতে সর্বোচ্চ দরপতনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- বসুন্ধরা পেপার মিলস, এডিএন টেলিকম, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, সী পার্ল বিচ রিসোর্ট, রুপালী লাইফ ইন্স্যুরেন্স, আইটি কনসালটেন্ট এবং বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
এদিন ডিএসইতে মোট ৩৩১ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৬৮ কোম্পানির। দরপতন হয়েছে ৮১ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১৮২ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।
অর্থসংবাদ/এসএম