এর আগে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮৫৩ তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেওয়া হয়েছে।
সভা শেষে সংস্থাটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. রেজাউল করিম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পুঁজিবাজারে ১ কোটি ৬০ লাখ সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ১৬ কোটি টাকা উত্তোলন করবে। অভিহিত মূল্য ১০ টাকা দরেই শেয়ার ছাড়বে প্রতিষ্ঠানটি।
শেয়ারবাজার থেকে ব্যাংকটি অর্থ উত্তোলন করে সরকারি ট্রেজারি বন্ড, শেয়ারবাজার ও এফডিআরে বিনিয়োগ এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে।
আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে বিএমএসল ইনভেস্টমেন্ট লিমিটেড।
বিএসইসির শর্ত অনুযায়ী, তালিকাভুক্তির পূর্বে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোন প্রকার লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না।
অর্থসংবাদ/এসএম