সূত্র জানায়, এডিএন টেলিকমের উদ্যোক্তা মো. আহমেদ জাকারিয়া গত ২৭ ফেব্রুয়ারি নিজের কাছে থাকা সব শেয়ার বিক্রি করে দেওয়ার ঘোষণা দেন। ঘোষণার পাঁচ কার্যদিবস পর (সোমবার) তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জকে জানান, ঘোষণা অনুযায়ী সব শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন তিনি। আহমেদ জাকারিয়ার কাছে এডিএন টেলিকমের ১৭ লাখ ৫ হাজার বা ২ দশমিক ৬৪ শতাংশ শেয়ার ছিল। সব শেয়ার বিক্রি করে দেওয়ায় বর্তমানে এই উদ্যোক্তার কাছে কোম্পানিটির আর কোন শেয়ার নেই।
আহমেদ জাকারিয়ার সঙ্গে একই দিন (২৭ ফেব্রুয়ারি) শেয়ার বিক্রির ঘোষণা দেন আরেক উদ্যোক্তা মোহাম্মদ আলী সরকার। তিনিও নিজের কাছে থাকা ১৭ লাখ ৫ হাজার শেয়ারের অর্ধেকই (৮ লাখ ৫২ হাজার ৫০০টি) বিক্রি করেন। ফলে বর্তমানে এই উদ্যোক্তার কাছে কোম্পানির ১ দশমিক ৩১ শতাংশ শেয়ার রয়েছে।
এর আগে গত ২৩ ফেব্রুয়ারি এডিএন টেলিকমের আরেক উদ্যোক্তা মামুনুর রশিদও ২ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দেন। সোমবার (৬ ফেব্রুয়ারি) ডিএসই জানায়, এই উদ্যোক্তাও ঘোষণাকৃত শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন।
এডিএন টেলিকমের তিন উদ্যোক্তা গত কয়েকদিনে ২৭ লাখ ৫৭ হাজার ৫০০ শেয়ার বিক্রি করেছেন। গত পাঁচ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের গড় মূল্য ছিল ১৩৩ টাকা ৯০ পয়সা। এ হিসেবে এই তিন উদ্যোক্তা ৩৬ কোটি ৯২ লাখ ২৯ হাজার টাকার শেয়ার বিক্রি করেছেন।