ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (০৬ মার্চ) জিল বাংলা সুগার মিলসের শেয়ারদর আগের দিনের তুলনায় ১৩ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৩৬ শতাংশ কমেছে। ফলে দরপতনের তালিকায় শীর্ষে রয়েছে কোম্পানিটি।
এদিন দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের দর কমেছে ৯ দশমিক ০৯ শতাংশ। আর ৩ দশমিক ৪১ শতাংশ শেয়ারপ্রতি দর পতন হওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে শ্যামপুর সুগার মিলস লিমিটেড।
আজ ডিএসইর দরপতনের তালিকায় থাকা অন্যান্যে কোম্পানিগুলো হচ্ছে- মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ, ইউনিয়ন ক্যাপিটাল, বিকন ফার্মা, এপেক্স ফুডস, ওয়ান ব্যাংক,আজিজ পাইপস এবং পেপার প্রসেসিং এন্ড প্যাকেজিং লিমিটেড।
ডিএসইতে মোট ৩৪৬ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ১০১ কোম্পানির। দরপতন হয়েছে ৬৭ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৮ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।
অর্থসংবাদ/এসএম