বুধবার (৮ মার্চ) টিসিবির আঞ্চলিক কার্যালয় ঢাকা এর যুগ্ম পরিচালক মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে মঙ্গলবার দিবাগত রাতে টিসিবির গুদামে অগ্নিকাণ্ডের ঘটনার তথ্য তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, টিসিবি ঢাকা আঞ্চলিক কার্যালয়ের আওতাধীন তিনটি গুদামের মধ্যে ২৩০ তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত গুদামের ৯ নং শেডে ৭ মার্চ (মঙ্গলবার দিবাগত রাতে) রাত সাড়ে ১১টার সময় টিনের চালের পূর্ব পাশের উপরের দিকে অগ্নিকান্ডের ধোঁয়া দেখা যায়।
তাৎক্ষণিক ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তিনটি ইউনিট এসে স্বল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। গুদামটিতে সয়াবিন তেল ও ছোলা মজুদ ছিল। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় আগুনে পুড়ে ও আগুন নিয়ন্ত্রণে ব্যবহার করা পানিতে রক্ষিত পণ্যের কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা যাচ্ছে। ইতোমধ্যে প্রকৃত ক্ষয়ক্ষতি ও অগ্নিকাণ্ডের কারন নিরুপণে টিসিবি কর্তৃক একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।