ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (০৯ মার্চ) ডিএসইতে মূল্য সূচকের মিশ্র অবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান সূচক ‘ডিএসইএক্স’ আগের দিনের চেয়ে ২ দশমিক ১৩ পয়েন্ট কমে ৬ হাজার ২৬০ পয়েন্টে অবস্থান করছে।
আর শরীয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ০ দশমিক ৭৪ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১ দশমিক ০৮ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৩৬২ ও ২২২৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
এদিন ডিএসইতে ৫৪৫ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আর আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৬৪৯ কোটি ৫৪ লাখ টাকার।
এদিন লেনদেন হওয়া ৩৩০ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪৭টি কোম্পানির শেয়ারের। দাম কমেছে ১১৫টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ১৬৮টির।
অর্থসংবাদ/এসএম