ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (০৯ মার্চ) ঢাকা ইন্স্যুরেন্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৬ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৯৫ শতাংশ। ফলে দর বৃদ্ধির শীর্ষে রয়েছে কোম্পানিটি।
দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে থাকা রংপুর ডেইরি এন্ড ফুড প্রোডাক্টস লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৫ দশমিক ৯১ শতাংশ। আর ৫ দশমিক ৮৩ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিডিকম অনলাইন।
এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইউনিয়ন ইন্স্যুরেন্স, এডিএন টেলিকম, বেঙ্গল উইন্ডসোর, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, ইউনিক হোটেল এবং ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড।
এদিন লেনদেন হওয়া ৩৩০ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪৭টি কোম্পানির শেয়ারের। দাম কমেছে ১১৫টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ১৬৮টির।
অর্থসংবাদ/এসএম