মাহিন্দ্রার বাংলাদেশ ইউনিটের কার্যক্রম বন্ধ

মাহিন্দ্রার বাংলাদেশ ইউনিটের কার্যক্রম বন্ধ
ভারতীয় সংস্থা মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার (এমঅ্যান্ডএম) বাংলাদেশ সাবসিডিয়ারি মাহিন্দ্রা বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের (এমবিপিএল) কার্যক্রম বন্ধ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৪ মার্চ) এ ঘোষণা এসেছে। খবর ইন্ডিয়া টাইমস।

এদিন এমবিপিএল শেয়ারহোল্ডারদের নিয়ে চূড়ান্ত সাধারণ সভা আহ্বান করে। সেখান থেকে কার্যক্রম পুরোপুরি বন্ধের অনুমোদন দেয়া হয়।

মাহিন্দ্রার পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত বছর ৩১ মার্চ কার্যক্রম শুরুর পর এমবিপিএলের আয় ছিল শূন্য। চালুর সময়ে কোম্পানির বাজার মূল্য ছিল ৩ কোটি ১৮ লাখ রুপি। যা মুম্বাই-ভিত্তিক গাড়ি কোম্পানির সম্মীলিত বাজার মূল্যের দশমিক শূন্য এক শতাংশ।

গত বছরের ১৪ সেপ্টেম্বরের এক সভায় ইউনিট বন্ধ ও সেই প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য একটি লিকুইডেটর নিয়োগের প্রস্তাব পাস করে এমবিপিএলের শেয়ারহোল্ডাররা। এরপর তারা কোনো ব্যবসায়িক উদ্যোগ গ্রহণ করেনি।

২০১৯ সালে সব ধরনের যানবাহনের বিতরণ, গবেষণা ও উন্নয়নসহ একাধিক কার্যক্রম পরিচালনার জন্য এমবিপিএল গঠিত হয়েছিল।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

টানা ৯ দিন বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি বন্ধ
হিলি দিয়ে ৩৮ দিনে এলো এক লাখ ২০ হাজার টন চাল
চট্টগ্রাম বন্দরে নতুন মাশুল কার্যকর, গড়ে খরচ বাড়লো ৪১ শতাংশ
যুক্তরাষ্ট্রে ৭ মাসে পোশাক রপ্তানি বেড়েছে ২২ শতাংশ
তিন বছর পর হিলি দিয়ে টমেটো আমদানি শুরু
বেনাপোল দিয়ে চাল আমদানি শুরু, দাম কমার আশা
হিলি স্থলবন্দরে দেড় মাসে আয় ১৮ কোটি টাকা
পরিবেশবান্ধব লিড সনদ পেলো আরও ৫ পোশাক কারখানা
মার্কিন শুল্ক হ্রাসের পর স্থগিত কার্যাদেশ ফিরছে, সুবাতাস পোশাকখাতে
ঢাকায় পর্যটন মেলা ৩০ অক্টোবর