সূত্র মতে, বুধবার (১৫ মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি দর বেড়েছে ৯ টাকা ৬০ পয়সা বা ৬ দশমিক ৩৬ শতাংশ। ফলে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে কোম্পানিটি।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আলহাজ টেক্সটাইলের শেয়ারদর বেড়েছে ৩ দশমিক ৩৮ শতাংশ। আর ১ দশমিক ৪৪ শতাংশ শেয়ারপ্রতি দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স।
টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, এডিএন টেলিকম, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, রংপুর ডেইরি, প্রিমিয়ার ব্যাংক, ওয়াইম্যাক্স ইলেকট্রোড এবং নাভানা সিএনজি লিমিটেড।
বুধবার ডিএসইতে মোট ৩০৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছ ২১টির, কমেছে ১১০টির। বাকি ১৭৫টি কোম্পানির শেয়ারদর আজ অপরিবর্তিত ছিল।
অর্থসংবাদ/এসএম