এদিন সকালে বাজেট আলোচনায় আরো উপস্থিত ছিল বাংলাদেশ গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, ফার্নিচার শিল্প মালিক সমিতি, বাংলাদেশ সোসাইটি ফর দ্য চেঞ্জ অ্যান্ড অ্যাডভোকেসি নেক্সাস। বিকালে বাজেট আলোচনায় উপস্থিত ছিল ই-ক্যাব, বাংলাদেশ অ্যাসিড ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পেইন্ট ম্যানুফাকচার অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ব্রেড, বিস্কুট ও কনফেকশনারি প্রস্তুতকারক সমিতি, বাংলাদেশ ফ্লেক্সিবল প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন। বাজেট আলোচনায় সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
বৈঠকে বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বেশকিছু প্রস্তাব তুলে ধরে। এর মধ্যে রয়েছে বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে জড়িত সব প্রতিষ্ঠানের অগ্রিম আয়কর না নেয়া, রফতানি খাতের সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের করপোরেট কর ১০ শতাংশ করা, পেট্রোকেমিক্যাল পণ্যে কাঁচামাল আমদানিতে সঠিক দাম নির্ধারণ করা, প্লাস্টিক খেলনা সামগ্রীতে ভ্যাট অব্যাহতি।
সভাপতির বক্তব্যে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, আমরা উন্নত দেশ হওয়ার দিকে এগিয়ে যাচ্ছি, মনের দিক দিয়েও আমাদের উন্নত হতে হবে। অনেক ধরনের চ্যালেঞ্জ মোকাবেলার সাহস থাকতে হবে। ভ্যাট-ট্যাক্স দিলে আর এগিয়ে যেতে পারছি না, এ মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। ট্যাক্স-ভ্যাট দিয়েই আমরা ব্যবসা করব, এ মানসিকতা থাকতে হবে আমাদের ব্যবসায়ীদের।