ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৭৮ বারে ৮৩ হাজার ৮৯১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৮ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা দুলা মিয়া কটনের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ১১ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৭৫ বারে ২৩হাজার ৬৯১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৯ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা মেঘনা কনডেস্ট মিল্কের দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ১১ শতাংশ কমেছে। এদিন কোম্পানিটি ৭৮ বারে ৪৩ হাজার ৩৮৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- সান লাইফ ইন্স্যুরেন্সের ৫ দশমিক ১১ শতাংশ, বিকন ফার্মার ৫ শতাংশ, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ডের ৪ দশমিক ৭৬ শতাংশ, প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৪ দশমিক ৭৪ শতাংশ, এশিয়া ইন্সুরেন্সের ৩ দশমিক ৮৩ শতাংশ, ইবিএল ফাস্ট মিউচ্যুয়াল ফান্ডের ৩ দশমিক ৬৩ শতাংশ ও জাহিন টেক্সের ৩ দশমিক ৬৩ শতাংশ শেয়ার দর কমেছে।