র‌্যাবের দরবারে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

র‌্যাবের দরবারে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দরবারে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১৯ মার্চ) সকাল ১০টায় রাজধানীর কুর্মিটোলায় র‌্যাব সদর দফতরে শুরু হয়েছে এ দরবার।

র‌্যাবের এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর স্লোগান হলো- ‘নিরাপত্তা রক্ষায় গণমানুষের আস্থায়’।

এর আগে র‌্যাব জানায়, ২০০৪ সালের ২৬ মার্চ স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিয়ে এ বাহিনী আত্মপ্রকাশ করলেও পবিত্র রমজান মাসের কারণে এ বছর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠান ১৯ মার্চ এগিয়ে আনা হয়েছে। সংস্থাটির ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ (রোববার) উদ্‌যাপন করা হচ্ছে।

র‌্যাব আরও জানায়, সদর দফতরের শহীদ লে. কর্নেল আজাদ মেমোরিয়াল হলে সকাল ১০টায় শুরু হয়েছে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। সেখানে বাহিনীর উদ্দেশে দরবারে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। পরে তার সঙ্গে এ বাহিনীর ১৫টি ব্যাটালিয়নের প্রধানের বৈঠক হওয়া কথা।

বর্তমানে র‍্যাবের মহাপরিচালকের দায়িত্বে আছেন এম খুরশীদ হোসেন। সারা দেশে র‌্যাবের ব্যাটালিয়ন সংখ্যা ১৫।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা