ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববার (১৯ মার্চ) কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় ১ টাকা ৭০ পয়সা বা ৪ দশমিক ১৬ শতাংশ বেড়েছে।
দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইউনিলিভার কনজুমার কেয়ার লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩ দশমিক ৫৭ শতাংশ। আর ২ দশমিক ৮৭ শতাংশ শেয়ারপ্রতি দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফাইন ফুডস লিমিটেড।
রোববার টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ব্যাংক এশিয়া, জেমিনি সি ফুড, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, সি পার্ল বিচ রিসোর্ট, মুন্নু এগ্রো, সোনালী পেপার এবং আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেড।
এদিন ডিএসইতে মোট ৩২০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২১৩টি কোম্পানির শেয়ারদরই আজ অপরিবর্তিত ছিল। শেয়ারদর কমেছে ৮৮টি কোম্পানির। অপরদিকে দর বেড়েছে মাত্র ১৯টি কোম্পানির।
অর্থসংবাদ/এসএম