১৬তম মিনিটে বাংলাদেশকে এগিয়ে নেন তৃষ্ণারানী। বক্সের ডান প্রান্ত থেকে সুরভীর শট ঝাঁপিয়েও আটকাতে পারেনি ভুটানি গোলরক্ষক দিকশা রয়। দূরের পোস্টের দিকে যাওয়া বলে আলতো ছোঁয়ায় জালে পাঠান ফাঁকায় থাকা তৃষ্ণা রানী। ২৩তম মিনিটে নুসরাত জাহান মিতুর দারুণ এক রক্ষণচেরা পাসে বাঁ প্রান্ত থেকে কোনাকুনি শটে দলকে দ্বিতীয়বারের মতো এগিয়ে নেন তৃষ্ণা রানী। ৩৫তম মিনিটে সুলতানা আক্তারের গোলে ব্যবধান ৩-০ করে ফেলে বাংলাদেশ। ৪২তম মিনিটে গোল পেয়ে যান সুরভী আকন্দ প্রীতিও।
দ্বিতীয়ার্ধেও দাপুটে ফুটবল খেলে বাংলাদেশ। ৬০তম মিনিটে বদলি নেমেই গোল করেন থুইনু মারমা। দুই মিনিট পর ডিফেন্সের ভুলে বল পেয়ে ব্যবধান আরও বাড়ান আরেক বদলি মুন্নি আক্তার। স্রোতের বিপরীতে গিয়ে ৬৪তম মিনিটে এক গোল শোধ করে ভুটান। এরপর ৭৬তম মিনিটে থুইনু মারমা দ্বিতীয় এবং ৮৫তম মিনিটে সাগরিকার গোলে বিশাল জয় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে গতকাল শিলজি শাহজির হ্যাটট্রিকে নেপালকে ৪-১ গোলে হারিয়ে শুভসূচনা করেছে ভারত। আগামী ২২ মার্চ রাশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ।