ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২৭ মার্চ) ডিএসই প্রধান মূল্য সূচক ‘ডিএসইএক্স’ ৮ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২১৫ পয়েন্টে।
অপর দুই সূচকের মধ্যে ‘ডিএসইএস’ ও ‘ডিএসই-৩০’ সূচক ০ দশমিক ৭৫ পয়েন্ট ও ২ দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৩৫৩ ও ২২১৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
আজ ডিএসইতে ২৮৬ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগে গত ২৭ ফেব্রুয়ারি সর্বনিম্ন লেনদেন হয়েছিল ২৬১ কোটি ৭৩ লাখ টাকার।
এদিন ডিএসইতে মোট ৩০৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৪টির, দর কমেছে ২৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২০৫টি কোম্পানির।
অর্থসংবাদ/এসএম