সম্প্রতি প্রতিষ্ঠান দুটির মধ্যে এ-সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাকিফ শামীম ও সিটি ব্যাংক ক্যাপিটালের এমডি ও সিইও এরশাদ হোসেন।
চুক্তি অনুযায়ী, সিটি ব্যাংক ক্যাপিটাল ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের করপোরেট অ্যাডভাইজরি পরিষেবা দেবে। এছাড়া হাসপাতালটির প্রবৃদ্ধির লক্ষ্য অর্জন ত্বরান্বিত করার জন্য কাজ করবে প্রতিষ্ঠানটি।
এর আগে চলতি সপ্তাহে দেশের তৃতীয় শীর্ষ মোবাইল ফোন অপারেটর বাংলালিংক পুঁজিবাজারে আসার আগ্রহ দেখিয়েছে। বাংলালিংকের মূল কোম্পানি ভিওন এর একটি প্রতিনিধি দল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে আইপিওতে আসার আগ্রহের বিষয়টি তুলে ধরেন।
কোম্পানিটি ফিক্সড প্রাইস পদ্ধতির মাধ্যমে প্রায় ৯০০ কোটি টাকা সংগ্রহ করতে চায়। সব কিছু ঠিক থাকলে চলতি বছরেই আইপিওর আবেদন করতে পারে কোম্পানিটি।
অর্থসংবাদ/এসএম