পবিত্র রমজান মাসে দেশের শেয়ারবাজারে লেনদেনের নতুন সময় নির্ধারণ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। রমজান শুরু হওয়ার পর আজ (সোমবার) প্রথম লেনদেন হবে শেয়ারবাজারে। ফলে বিএসইসির সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে নতুন সময়সূচিতে চলবে লেনদেন। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, রমজান মাসে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত দেশের উভয় শেয়ারবাজারে (ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ) লেনদেন হবে।
উল্লেখ্য, সাধারণত পুঁজিবাজারে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন হয়। রমজানের পর আগের নিয়মেই চলবে লেনদেন বলে জানানো হয়েছে।