ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (৩০ মার্চ) কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় ৩ টাকা ৩০ পয়সা বা ৫ দশমিক ৫২ শতাংশ কমেছে। ফলে টপটেন লুজার তালিকায় শীর্ষে রয়েছে কোম্পানিটি।
টপটেন লুজার বা সর্বোচ্চ দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ারদর কমেছে ৪ দশমিক ৪৪ শতাংশ। আর ৪ দশমিক ১৩ শতাংশ শেয়ারপ্রতি দর কমায় তালিকায় তৃতীয় স্থানে রয়েছে জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
এদিন ডিএসইতে দরপতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ইমাম বাটন, বাংলাদেশ ওয়েল্ডিং, বঙ্গজ, শ্যামপুর সুগার মিলস, সমতা লেদার, সোনালী পেপার এবং ন্যাশনাল ফিড মিল লিমিটেড।
অর্থসংবাদ/এসএম