বৃহস্পতিবার (৩০ মার্চ) বিএসইসির ৮৬২তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। পরে সংস্থাটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. রেজাউল করিমের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিএসইসি জানায়, ইউনাইটেড এয়ারের কার্যক্রমের ওপর সংগঠিত অনুসন্ধান পরবর্তী দাখিলকৃত প্রতিবেদনে তদন্ত কেমিটির সুপারিশ মোতাবেক কোম্পানিটির বিরুদ্ধে আইনগত সিদ্ধান্ত গ্রহণের সিদ্ধান্ত গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
জানতে চাইলে বিএসইসির মুখপাত্র মো. রেজাউল করিম অর্থসংবাদকে বলেন, তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে ইউনাইটেড এয়ারওয়েজের আগের পর্ষদের বিষয়টি এনফোর্সমেন্ট বিভাগে স্থানান্তর করা হয়েছে। এনফোর্সমেন্ট বিভাগ থেকে তাদের শোকজ করা হবে, এরপর শুনানি হবে। এনফোর্সমেন্ট বিভাগ থেকে যে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।