ইতালির ডাটা সুরক্ষা সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, ব্যবহারকারীদের ডাটা সংগ্রহের পদ্ধতির বিষয়ে তথ্যের অভাব রয়েছে এবং ২০ মার্চ চ্যাটজিপিটির বিরুদ্ধে ডাটা ব্রিজের (তথ্য নীতিমালার লঙ্ঘন) অভিযোগ পাওয়া গেছে।
সংস্থাটির পক্ষ থেকে আরও বলা হয়েছে, ‘প্ল্যাটফর্মটি যে অ্যালগরিদমগুলোর ওপর নির্ভর করে সে অ্যালগরিদমগুলোকে প্রশিক্ষিত করার জন্য ব্যক্তিগত ডাটার যে বিশাল সংগ্রহ ব্যবহার করা হয়েছে, তার কোনো আইনি ভিত্তি নেই বলে মনে হচ্ছে।’
এ ছাড়া ইতালীয় নিয়ন্ত্রক সংস্থা চ্যাটজিপিটি ব্যবহারকারীদের বয়স যাচাইয়ের যথাযথ প্রক্রিয়া না থাকায় উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটির মতে, এটি শিশুদের জন্য নয়। ১৩ বছরের বেশি বয়সি ব্যবহারকারীদের জন্য এটি উপযুক্ত।
ডাটা সুরক্ষা সংস্থা আরও বলেছে, ওপেনএআইকে ইতালীয় ব্যবহারকারীদের ডাটা প্রক্রিয়াকরণ থেকে নিষিদ্ধ করা হবে যতক্ষণ না এটি ব্যবহারকারীর গোপনীয়তাকে সম্মান করে।
ইতালির ডাটা নিয়ম মানার ক্ষেত্রে ওপেনএআই কী পদক্ষেপ নেবে তা জানাতে ২০ দিন সময় দেওয়া হয়েছে। অন্যথায় কোম্পানিটিকে ২ কোটি ১৮ লাখ ডলার বা এর বার্ষিক বৈশ্বিক টার্নওভারের ৪ শতাংশ পর্যন্ত জরিমানার সম্মুখীন হতে হবে।