চ্যাটজিপিটি নিষিদ্ধ করল ইতালি

চ্যাটজিপিটি নিষিদ্ধ করল ইতালি
ওপেনএআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা প্ল্যাটফর্ম চ্যাটজিপিটির ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে ইতালি। গোপনীয়তা ইস্যুতে উদ্বেগের কারণে শুক্রবার (৩১ মার্চ) এ নিষেধাজ্ঞা জারি হয়। গ্রাহকদের থেকে প্রাপ্ত ডাটা ওপেনএআই কীভাবে ব্যবহার করছে, তা জানতেও তদন্ত শুরু করেছে দেশটির নিয়ন্ত্রক সংস্থা।

ইতালির ডাটা সুরক্ষা সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, ব্যবহারকারীদের ডাটা সংগ্রহের পদ্ধতির বিষয়ে তথ্যের অভাব রয়েছে এবং ২০ মার্চ চ্যাটজিপিটির বিরুদ্ধে ডাটা ব্রিজের (তথ্য নীতিমালার লঙ্ঘন) অভিযোগ পাওয়া গেছে।

সংস্থাটির পক্ষ থেকে আরও বলা হয়েছে, ‘প্ল্যাটফর্মটি যে অ্যালগরিদমগুলোর ওপর নির্ভর করে সে অ্যালগরিদমগুলোকে প্রশিক্ষিত করার জন্য ব্যক্তিগত ডাটার যে বিশাল সংগ্রহ ব্যবহার করা হয়েছে, তার কোনো আইনি ভিত্তি নেই বলে মনে হচ্ছে।’

এ ছাড়া ইতালীয় নিয়ন্ত্রক সংস্থা চ্যাটজিপিটি ব্যবহারকারীদের বয়স যাচাইয়ের যথাযথ প্রক্রিয়া না থাকায় উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটির মতে, এটি শিশুদের জন্য নয়। ১৩ বছরের বেশি বয়সি ব্যবহারকারীদের জন্য এটি উপযুক্ত।

ডাটা সুরক্ষা সংস্থা আরও বলেছে, ওপেনএআইকে ইতালীয় ব্যবহারকারীদের ডাটা প্রক্রিয়াকরণ থেকে নিষিদ্ধ করা হবে যতক্ষণ না এটি ব্যবহারকারীর গোপনীয়তাকে সম্মান করে।

ইতালির ডাটা নিয়ম মানার ক্ষেত্রে ওপেনএআই কী পদক্ষেপ নেবে তা জানাতে ২০ দিন সময় দেওয়া হয়েছে। অন্যথায় কোম্পানিটিকে ২ কোটি ১৮ লাখ ডলার বা এর বার্ষিক বৈশ্বিক টার্নওভারের ৪ শতাংশ পর্যন্ত জরিমানার সম্মুখীন হতে হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

দেশে মোবাইল এক্সেসরিজ ব্র্যান্ড বিও'র সকল পণ্য নিয়ে এলো সোর্স এজ
২১ সেপ্টেম্বর বছরের শেষ সূর্যগ্রহণ
বছরে ১৬ হাজার কোটি টাকার রেমিট্যান্স হারাচ্ছে বাংলাদেশ: না'লা
হ্যাকারদের নজরে এবার হোয়াটসঅ্যাপ, সুরক্ষিত থাকবেন যেভাবে
বাড়ির বিদ্যুৎ খরচ কমাতে যা করবেন
স্মার্টফোনে আড়িপাতা আছে কিনা বুঝবেন যেভাবে
৬৮ লাখ অ্যাকাউন্ট বন্ধ করলো হোয়াটসঅ্যাপ
আইফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
এআই উন্নয়নে ২০০ কোটি ডলারের সম্পদ বিক্রি করবে মেটা
ভোক্তা অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মোবাইল অপারেটরদের সঙ্গে ভোক্তা অধিদপ্তরের সভা