ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (৩ এপ্রিল) কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় ৭ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারদর সর্বোচ্চ বৃদ্ধি পাওয়ায় টপটেন গেইনার তালিকায় শীর্ষে রয়েছে কোম্পানিটি।
টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ অটোকারস লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৯৯ শতাংশ বেড়েছে। আর ৯ দশমিক ৯১ শতাংশ শেয়ারপ্রতি দর বৃদ্ধি পাওয়ায় তালিকায় তৃতীয় স্থানে রয়েছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড।
আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ইউনিয়ন ক্যাপিটাল, স্ট্যান্ডার্ড সিরামিকস, জেমিনি সি ফুড, আমরা টেকনোলজিস, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, আজিজ পাইপস এবং জিকিউ বলপেন।
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে ৩৩৩ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে ২০৮ প্রতিষ্ঠানের শেয়ারদরই ছিল অপরিবর্তিত। দর কমেছে ৭১টির, বিপরীতে মাত্র ৫৪ কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।
অর্থসংবাদ/এসএম