আজ (৪ এপ্রিল) মিরপুর শের-ই বাংলায় সকাল ১০টায় ম্যাচটি শুরু হবে। তিন পেসারের সঙ্গে স্বাগতিক একাদশে রয়েছেন তিন স্পিনার। খালেদ আহমেদ, এবাদত হোসেনের পাশাপাশি একাদশে রয়েছেন শরিফুল ইসলামও। সর্বশেষ ২০১৪ সালে দেশের মাটিতে তিনজন বিশেষজ্ঞ পেসার নিয়ে খেলেছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে সে টেস্টে খেলেছিলেন রবিউল ইসলাম, আল-আমিন হোসেন ও রুবেল হোসেন। ২০১৮ সালেও তিন জন পেসার খেলেছিলেন, তবে তৃতীয় পেসার ছিলেন অলরাউন্ডার আরিফুল হক।
স্পিন আক্রমণেও রয়েছেন তিনজন। সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজদের সঙ্গে একাদশে রয়েছেন তাইজুল ইসলামও।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম।
আয়ারল্যান্ড একাদশ : মারে কমিন্স, জেমস ম্যাককলাম, অ্যান্ড্রু বলবার্নি, হ্যারি টেক্টর, পিটার মুর, কার্টিস ক্যাম্ফার, লরকান টাকার, মার্ক এডেয়ার, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, গ্রাহাম হিউম ও বেন হোয়াইট।