ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (৪ এপ্রিল) কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় ১ হাজার ১৯৮ টাকা ৭০ পয়সা বা ৩৭ দশমিক ৪৬ শতাংশ কমেছে।
আজ দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বেঙ্গল উইন্ডসরের শেয়ারদর ৮ দশমিক ৮৭ শতাংশ কমেছে। তালিকার তৃতীয় স্থানে থাকা ইনটেক লিমিটেডের শেয়ারদর কমেছে ৬ দশমিক ৮৭ শতাংশ।
সর্বোচ্চ দর হারানোর তালিকায় থাকা অপর কোম্পানিগুলো হলো- মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, শ্যামপুর সুগার, ইউনিয়ন ক্যাপিটাল, এডিএন টেলিকম, ওরিয়ন ইনফিউশন, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন এবং প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
অর্থসংবাদ/এসএম