মন্ত্রী বলেন, ‘তিন পার্বত্য জেলায় প্রচুর অর্থকরী ফসল হয়েছে। যেগুলো রপ্তানিতে প্রচুর সম্ভাবনা হয়েছে। রপ্তানি আয়ের বিশেষ ভূমিকা রাখতে পারবে এসব ফসল। দেশের কৃষিকে আন্তর্জাতিক বাজারে নিয়ে যেতে আমরা বিভিন্ন কর্মসূচি নিয়েছি।’
এর আগে সকালে নানিয়ারচর উপজেলায় বাস্তবায়নাধীন বিভিন্ন প্রদর্শনী প্লট পরিদর্শন ও স্থানীয় কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন মন্ত্রী।
এ সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, এমপি দীপংকর তালুকদার, কৃষিসচিব ওয়াহিদা আক্তার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীসহ কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।