সূত্র মতে, বৃহস্পতিবার (১৩ এপ্রিল) তসরিফা ইন্ডাস্ট্রিজের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ২ টাকা বা ৯ দশমিক ১৩ শতাংশ বেড়েছে। শেয়ারটি সর্বশেষ ২৩ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়েছে।
দরবৃদ্ধি তালিকার দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের শেয়ারদর আজ ২৫ টাকা ৩০ পয়সা বা ৮ দশমিক ১৩ শতাংশ বেড়েছে। আর তালিকার তৃতীয় স্থানে থাকা জেমিনি সী ফুডের শেয়ারদর বেড়েছে ৪৯ টাকা বা ৭ দশমিক ৪৯ শতাংশ।
আজ ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- এপেক্স ফুডস, বিডি অটোকার্স, মেট্রোস্পিনিং, বেঙ্গল উইন্ডসর, এপেক্স ট্যানারি, আরডি ফুড এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন।