বেতন-ভাতা না দিয়েই ঈদের আগে কারখানা বন্ধের নোটিস

বেতন-ভাতা না দিয়েই ঈদের আগে কারখানা বন্ধের নোটিস
বকেয়া বেতন ও ভাতা না দিয়ে ঈদের আগে কারখানা বন্ধের নোটিস দেওয়ায় বিক্ষোভ করেছেন টঙ্গীর বাদাম এলাকায় ক্রসলাইন নামে একটি কারখানার শ্রমিকরা।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল থেকে বিক্ষোভ করেন শ্রমিকরা। মালিকপক্ষ কয়েকটি তারিখ দিয়েও বকেয়া পরিশোধ না করে প্রতিষ্ঠান বন্ধের নোটিস দেওয়ায় পরিস্থিতি অবনতির আশঙ্কায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

শ্রমিকরা জানান, বকেয়া বেতন-ভাতা ও ঈদ বোনাস দেওয়ার জন্য মালিকপক্ষ বেশ কয়েকটি তারিখ দিয়েও পরিশোধ করেনি। আজ বৃহস্পতিবার সর্বশেষ তারিখ ছিল। কিন্তু কারখানার সামনে এসে দেখা যায়, বন্ধের নোটিস। এরপর শ্রমিকরা সংগঠিত হয়ে বিক্ষোভ শুরু করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিক বিক্ষোভ ঠেকাতে কারখানা এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। বেশ কয়েক দিন ধরেই এ কারখানায় শ্রমিকরা আন্দোলন করছেন।

গাজীপুর শিল্প পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মোশারফ হোসেন বলেছেন, সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

আজ বায়ুদূষণের শীর্ষে লাহোর, ঢাকা দ্বিতীয়
ঢাকার বায়ুমানে কিছুটা উন্নতি, বায়ুদূষণের শীর্ষে কামপালা
ঢাকার বাতাস আজ সহনীয়, দূষণের শীর্ষে দুবাই
রাজধানীতে আজ কোথায় কোন কর্মসূচি
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন আজ
সোমবার বন্ধ থাকবে রাজধানীর যেসব মার্কেট
ঢাকার বাতাসের মানে উন্নতি
আজ যেসব সড়ক এড়িয়ে চলতে বললো ডিএমপি
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঢাকায় যান চলাচলে ডিএমপির নির্দেশনা