পহেলা বৈশাখে উচ্চস্বরে গান নিষিদ্ধ

পহেলা বৈশাখে উচ্চস্বরে গান নিষিদ্ধ
পহেলা বৈশাখে উচ্চস্বরে কোনো বাজনা বাজানো যাবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। এছাড়া রমজান মাস হওয়ায় বিকাল চারটার পর রমনা বটমূল ছেড়ে দিতে হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রমনা এলাকায় পহেলা বৈশাখ আয়োজনের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনকালে এসব বলেন তিনি। এসময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

কমিশনার বলেন, দাজ্জাল বাহিনীর নামে কেউ মঙ্গল শোভাযাত্রা বন্ধে হুমকি দিয়েছে, এই নামে কোনো গোষ্ঠী নাই। এরা দুষ্টু শ্রেণির কেউ (পোলাপান) হতে পারে। শোভাযাত্রার নিরাপত্তায় ২৭শ' পুলিশ তিন স্তরে থাকবে। এছাড়া পুলিশের কাছে এখন পর্যন্ত কোনো জঙ্গি হুমকির খবর নেই।

তিনি আরও জানান, রাজধানীর যেসব স্থানে বর্ষবরণের অনুষ্ঠান হবে সেখানে চেক পোস্ট, আর্চওয়ের পাশাপাশি ২৭শ' পুলিশ তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থায় থাকবে। সাইবার মনিটরিং টিম, বোম ডিস্পোজাল ইউনিট, ডগ স্কোয়ারের পাশাপাশি সেসব জায়গা সুইপিং করা হবে বলেও জানিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা