ডা. জাফরুল্লাহকে শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল

ডা. জাফরুল্লাহকে শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল
সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ মাঠে ডা. জাফরুল্লাহ চৌধুরীকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন গণস্বাস্থ্য কেন্দ্র, গণবিশ্ববিদ্যালয় ও এর বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ১০টা থেকে সাভার গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ মাঠে ফুল হাতে শেষ শ্রদ্ধা জানাতে জড়ো হন বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ।

ডা. জাফরুল্লাহকে শ্রদ্ধা জানাতে পাশের এলাকা থেকে ছুটে এসেছেন শরিফ হোসেন নামে এক যুবক। তিনি বলেন, আমি শৈশব থেকে ডা. জাফরুল্লাহ চৌধুরীকে চিনি। প্রায় দেড় দশক আগে দেখেছি তার শার্টের বোতাম ছেঁড়া। জীবনে অনেক মানুষ দেখেছি। তবে ওনার মতো দেখিনি। সবাই বলেন, এ ব্যক্তির জন্য ১ টাকা করে প্যারাসিটামল খাচ্ছি। অন্যথায় একটির দাম হতো ২০ টাকা।

এদিন জুমার নামাজের পর ওই মাঠে ডা. জাফরুল্লাহর জানাজা সম্পন্ন হবে। পরে তাকে গণস্বাস্থ্য কেন্দ্রের সূচনা ভবনের পাশে দাফন করা হবে।

দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা। মঙ্গলবার (১১ এপ্রিল) রাত ১০টা ৪০ মিনিটে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) গণস্বাস্থ্য কেন্দ্রে ডা. জাফরুল্লাহর মরদেহ আনা হয়। সেখান থেকে পিএইচএ মাঠে নিয়ে আসা হয়।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা