আদালতে হাকিমি ও হিবার বিবাহবিচ্ছেদের প্রক্রিয়াটি চলমান রয়েছে। যৌন নির্যাতন ও তালাকের ঘটনার পর হাকিমির অর্থ সম্পদে ভাগ বসাতে চান স্ত্রী হিবা। অর্ধেক সম্পত্তিও দাবি করেছেন। কিন্তু সেই দাবি উঠানোর পরে জানা যায়, হাকিমি নামে নেই কোনো সম্পত্তি।
২৪ বর্ষী হাকিমির সকল সম্পত্তি তার মায়ের নামে। এমনকি পিএসজি থেকে প্রাপ্ত বেতনও যাচ্ছে মায়ের অ্যাকাউন্টেই। জানা যায় বাড়ি-গাড়ি থেকে শুরু করে হাকিমির ৮০ শতাংশ সম্পত্তিই তার মায়ের নামে। এমনকি হাকিমির কিছু প্রয়োজন হলেও মায়ের কাছ থেকে চেয়ে নেন। অন্যদিকে, হাকিমির স্ত্রী হিবার সম্পদের পরিমাণ প্রায় ২ মিলিয়ন ডলার।
বিবাহবিচ্ছেদের আবেদন আদালতে দাখিলের সময় হাকিমির মালিকানাধীন সকল সম্পত্তি ও অর্থের অর্ধেক চেয়েছিলেন তার স্ত্রী। হাকিমির সঙ্গে বিচ্ছেদের পর হিবা ৮.৫ মিলিয়ন ডলার পর্যন্ত পেতে পারতেন। কিন্তু সম্পত্তি তার হাকিমির মায়ের নামে হওয়াতে তা আর এখনই হচ্ছে না।
বয়সে হাকিমির চেয়ে ১২ বছরের বড় হিবার সঙ্গে ২০১৮ সালে শুরু হয় প্রেম। এরপর ২০২০ সালে তারা বিয়ে করলে দুটি ছেলে সন্তান জন্ম দেন হাকিমি-হিবা। চলতি বছর মার্চে বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেন স্ত্রী।
এর আগে মার্চের শুরুতে ২৪ বর্ষী হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে। মামলাটি পুলিশের তদন্তাধীন রয়েছে। তদন্তে নেতৃত্ব দিচ্ছেন প্যারিসের শহরতলি নান্তেসের প্রসিকিউটর অফিস। অভিযুক্তের দাবি, হাকিমি প্যারিসের বুলোন এলাকায় তার বাড়িতেই ধর্ষণ করেন।
অভিযোগে বলা হয়েছে, ছুটি কাটাতে হাকিমির পরিবার প্যারিসের বাড়িতে না থাকায়, সেই সুযোগে ফাঁকা বাড়িতে ওই নারীকে নিয়ে যাওয়া হয়। পরে ওই নারী যৌনমিলনে অসম্মতি জানালে মারধর ও ধর্ষণ করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেই মূলত ওই নারীর সঙ্গে পরিচয় হাকিমির। তবে হাকিমির আইনজীবী ধর্ষণের এই অভিযোগ অস্বীকার করেছেন।