আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপি বাজার বস্তিতে অগ্নিকাণ্ডের খবর পাই ৯টা ৮ মিনিটে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
এছাড়া তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও হতাহতের কোনো খবর এখনও পাওয়া যায়নি বলে জানান তিনি।
অর্থসংবাদ/এসএম