ফের চেলসিকে হারিয়ে শেষ চারে রিয়াল

ফের চেলসিকে হারিয়ে শেষ চারে রিয়াল
রিয়াল মাদ্রিদের মাঠে খেলতে গিয়ে হেরেছিল ২-০ গোলে। এবার নিজের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ঘুরে দাঁড়ানোর মিশন ছিল চেলসির।

ম্যাচে দাপট দেখিয়ে খেললোও স্বাগতিকরা। কিন্তু রিয়ালের বড় মঞ্চে উৎড়ে যাওয়ার অভ্যাসকে বদলাতে পারলো না ব্লুজরা।

স্ট্যামফোর্ড ব্রিজে মঙ্গলবার রাতে ব্রাজিলিয়ান তারকা রদ্রিগোর দ্বিতীয়ার্ধে করা জোড়া গোলে ভর করে ২-০ ব্যবধানে জিতেছে রিয়াল। দুই লেগ মিলিয়ে ৪-০ গোলের অগ্রগামিতায় চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে কার্লো আনচেলত্তির দল।

অথচ ঘুরে দাঁড়ানোর মিশনে জীবন দিয়েই লড়েছে চেলসি। ম্যাচে ১৯টি শট নেয় তারা, যদিও লক্ষ্যে ছিল মোটে ৬টি। চেলসি গোল পায়নি। অন্যদিকে রিয়াল ৯ শটের ৬টি লক্ষ্যে রেখে দুটিতেই গোল তুলে নেয়।

প্রথমার্ধে দুই দলই সুযোগ মিস করেছে। গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় চেলসি-রিয়াল। দ্বিতীয়ার্ধে দারুণভাবে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় রিয়াল এবং সেটা ব্রাজিলিয়ান তারকা রদ্রিগোর দুরন্ত পারফরম্যান্সে।

৫৮ মিনিটে ভিনিসিয়ুসের কাছ থেকে বল পেয়ে ঠান্ডা মাথায় সেটা জালে জড়ান রদ্রিগো। ৮০ মিনিটে ভালভারদের কাট ব্যাক থেকে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

২০২৩ সালে বাংলাদেশের সেরা কারা?
সর্বোচ্চ গোলদাতা হয়েই বছর শেষ করলেন রোনালদো
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সাফল্যের হার ৭১ শতাংশ
ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশের নাহিদা
বাংলাদেশ ম্যাচে কে এই নারী আম্পায়ার
সুখের মাউন্ট মঙ্গানুইয়ে বেরসিক বৃষ্টির জয়
টাইগারদের আগামী বছরের কর্মসূচিতে নেই অস্ট্রেলিয়া-ইল্যাংন্ড
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা হতে পারে জানুয়ারিতে