হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ৬ দিন

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ৬ দিন
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম টানা ৬ দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুই দেশের ব্যবসায়ীরা এই সিদ্ধান্ত নিয়েছেন।

বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান লিটন জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বুধবার (১৯ এপ্রিল) থেকে আগামী ২৪ এপ্রিল পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার দুই দেশের ব্যবসায়ীরা আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়ায় এ বন্দর দিয়ে টানা ৬ দিন সীমান্ত বাণিজ্য বন্ধ থাকবে। আগামী ২৫ এপ্রিল থেকে পুনরায় বন্দরের সকল কার্যক্রম শুরু হবে।

বন্দরের বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের সহ-ব্যবস্থাপক এসএম হায়দার জানান, ঈদুল ফিতরের সরকারি ছুটি পর্যন্ত বন্দরের ওয়্যারহাউজে পণ্য উঠা-নামাসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে। তবে সরকারি ছুটি শেষে আবারও যথারীতি কার্যক্রম শুরু হবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) শেখ আশরাফুল জানান, সপ্তাহের প্রতিদিনই সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত হিলি ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম স্বাভাবিক থাকে। ফলে ইমিগ্রেশনের কার্যক্রম সরকারি ছুটির আওতামুক্ত। তাই ঈদুল ফিতরের কারণে স্থলবন্দরের কার্যক্রমসহ পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই চেকপোস্ট ব্যবহার করে পাসপোর্ট যাত্রীরা ভিসা নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে নির্বিঘে যাতায়াত করতে পারবেন।

এদিকে হিলি স্থল শুল্ক স্টেশনের উপ-কমিশনার মো. বায়জিদ হোসেন জানান, সরকারি ছুটি পর্যন্ত কাস্টমসের অফিসের কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষ হলে পুনরায় অফিসের কাজকর্ম শুরু হবে। এ সময়ে ব্যবসায়ীরা চাইলে তাদের পণ্যের শুল্ককরাদি পরিশোধ করে পণ্য খালাস করে নিতে পারবেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

টানা ৯ দিন বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি বন্ধ
হিলি দিয়ে ৩৮ দিনে এলো এক লাখ ২০ হাজার টন চাল
চট্টগ্রাম বন্দরে নতুন মাশুল কার্যকর, গড়ে খরচ বাড়লো ৪১ শতাংশ
যুক্তরাষ্ট্রে ৭ মাসে পোশাক রপ্তানি বেড়েছে ২২ শতাংশ
তিন বছর পর হিলি দিয়ে টমেটো আমদানি শুরু
বেনাপোল দিয়ে চাল আমদানি শুরু, দাম কমার আশা
হিলি স্থলবন্দরে দেড় মাসে আয় ১৮ কোটি টাকা
পরিবেশবান্ধব লিড সনদ পেলো আরও ৫ পোশাক কারখানা
মার্কিন শুল্ক হ্রাসের পর স্থগিত কার্যাদেশ ফিরছে, সুবাতাস পোশাকখাতে
ঢাকায় পর্যটন মেলা ৩০ অক্টোবর