গত ১৭ই এপ্রিল, ২০২৩ এ আয়োজনের মাধ্যমে রাজধানীর ছিন্নমূল ভাসমান মানুষদের মধ্যে সেহরি বিতরন করে। রমজানের শুরু থেকে প্রত্যুষ প্রতিদিন ছিন্নমূল অসহায় মানুষদের জন্য ইফতার ও সেহরি এর আয়োজন করে এবং জেসিআই ঢাকা ওয়েস্ট প্রত্যুষের সাথে মিলে এ আয়োজন করে।
৫০০ ফুড প্যাকেট শহরের ভিন্ন ভিন্ন অঞ্চলে বিতরন করা হয়। বিতরনে জেসিআই ঢাকা ওয়েস্টের ২০২৩ লোকাল প্রেসিডেন্ট মোঃ মাহমুদুর রহমান, প্রত্যুষের প্রতিষ্ঠাতা মোঃ তানভীর হাসান উপস্থিত ছিলেন।
জেসিআই ঢাকা ওয়েস্টের লোকাল প্রেসিডেন্ট মোঃ মাহমুদুর রহমান প্রত্যুষের কার্যক্রমের প্রশংসা করেন এবং প্রত্যুষকে সাধুবাদ জানায়, একদিনের কার্যক্রমে প্রত্যুষের পাশে থাকতে পেরে আনন্দ প্রকাশ করেন। জেসিআই ঢাকা ওয়েস্ট সবসময় অসহায় মানুষদের পাশে ছিল এবং এজন্য নানা সামাজিক উন্নয়ন মূলক প্রজেক্ট করে যাচ্ছে বলে জানায়।
উল্লেখ্য, প্রত্যুষ একটি অলাভজনক সামাজিক প্রতিষ্ঠান যা সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছে। জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮-৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের একটি সংগঠন। জেসিআইর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে অবস্থিত। ১২০টিরও বেশি দেশে এর কার্যক্রম রয়েছে। বিশ্বে এর সদস্য সংখ্যা ২ লাখের বেশি। বাংলাদেশে বর্তমানে জেসিআইয়ের প্রায় ৩০টির বেশি আঞ্চলিক শাখা কাজ করছে। এরমধ্যে জেসিআই ঢাকা ওয়েস্ট সবচেয়ে বড় এবং পুরোনো।