সম্পদ থেকে সমৃদ্ধির পথে বাংলাদেশ

সম্পদ থেকে সমৃদ্ধির পথে বাংলাদেশ
বিগত ৫০ বছরের বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) টোকিওতে বাংলাদেশের বিনিয়োগ সম্মেলন ‘দ্যা রাইজ অব বেঙ্গল টাইগার: ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট অপরচুনিটিজ বিটুইন বাংলাদেশ অ্যান্ড জাপান’ এ দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় তিনি বাংলাদেশের সমৃদ্ধির তথ্য তুলে ধরেন।

এসময় বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়াত-উল-ইসলাম দুই দেশের মধ্যে ৫০ বছরের দ্বিপাক্ষিক সম্পর্ককে সাধুবাদ জানিয়েছেন।

বিএসইসি চেয়ারম্যান বলেন, ১৯৭২ সালে দেশের জিডিপি প্রবৃদ্ধি ছিল নেতিবাচক ১৪ শতাংশ, ৯৮ শতাংশ বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীলতা, ১৪০ মার্কিন ডলার মাথাপিছু আয় এবং ৪৭ বছরের গড় আয়ু।

২০২২ সালে তা পরিবর্তিত হয়েছে এসময় দেখা যায় দেশের জিডিপি বৃদ্ধির হার ৭ দশমিক ১ শতাংশ, ২ দশমিক ৯ শতাংশ বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীলতা, ২,৭৯৩ মার্কিন ডলার মাথাপিছু আয় এবং ৭৩ বছরের গড় আয়ু।

অধ্যাপক শিবলী রুবায়াত-উল-ইসলাম বলেছেন, বাংলাদেশ গত কয়েক বছরে অনেক লক্ষ্য অর্জন করেছে যার মধ্যে রয়েছে কোভিড-১৯ মহামারী, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি নেতৃত্বের বৈশ্বিক স্বীকৃতি অর্জন করেছেন, চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ, চ্যাম্পিয়ন ইন চিলড্রেন ইমিউনাইজেশন, উন্নয়নের গ্লোবাল রিকগনিশন এবং এসডিজি অগ্রগতি পুরস্কার।

অধ্যাপক শিবলী রুবায়াত-উল-ইসলাম যোগ করেছেন জাপান ও বাংলাদেশের মধ্যে বন্ধনের স্বীকৃতিস্বরূপ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৭ সালে প্রথমবারের মতো জাপান সফর করেন এবং তারপর ২০১০, ২০১৪, ২০১৬ এবং ২০১৯ সালে আরও চারটি সফর করেন, এটি তার ষষ্ঠ সফর। তিনি একটি ব্যক্তিগত বৈঠকের জন্য আরও একবার পরিদর্শন করেছিলেন।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত