বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য ২৪ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত পাঁচ দিনব্যাপী এই ভ্রমণের আয়োজন করে দ্য চাইনিজ পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিস। আয়োজনে সহযোগিতা করে ঝচিয়াং প্রভিন্সিয়াল পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিস।
ইভেন্টে অংশগ্রহণকারীরা ঝচিয়াং প্রদেশের হ্যাংঝু, চিয়াশিং, এবং হুঝো শহরসহ অন্যান্য জায়গা পরিদর্শন করেন। সার্বিকভাবে তত্ত্বাবধান করেন, দ্য চাইনিজ পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিসের সাংস্কৃতিক বিনিময় বিভাগের পরিচালক ঝু তান।
চীনে অধ্যয়নরত তিন বাংলাদেশি শিক্ষার্থী এই ইভেন্টে অংশগ্রহণ করে। তারা হলেন মাইনুল ইসলাম আপন, মেহেদী হাসান সানি এবং মো. সোহাগ হোসেন।
বাংলাদেশ, নেপাল, আমেরিকা, যুক্তরাজ্য, আফগানিস্তান, পাকিস্তান, লাওস, থাইল্যান্ড, নাইজেরিয়া, কেনিয়াসহ ৪টি মহাদেশের ১৯টি দেশ ও অঞ্চলের ২৫ জন প্রতিনিধি পাঁচ দিনব্যাপী ঝচিয়াং প্রদেশ ভ্রমণে অংশগ্রহণ করে।
অর্থসংবাদ/এসএম