চলন্ত মেট্রোরেলে ঢিল, ভাঙলো জানালার কাচ

চলন্ত মেট্রোরেলে ঢিল, ভাঙলো জানালার কাচ
রাজধানীর কাজীপাড়া ও শেওড়াপাড়ার মধ্যবর্তী স্থান থেকে মেট্রোরেলের জানালায় ঢিল ছোঁড়ার ঘটনা ঘটেছে। ফলে মেট্রোরেল কোচের পূর্বপাশের একটি জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ঘটনায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কাফরুল থানায় লিখিত অভিযোগ দিয়েছে। তবে ঢিল ছোঁড়া ব্যক্তিকে শনাক্ত করা যায়নি।দুষ্কৃতিকারীরা বাড়িছাড়া বলে জানায় ডিএমটিসিএল।

সোমবার (১ মে) ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক এসব তথ্য নিশ্চিত করেন।

এম এন সিদ্দিক বলেন, একটা চক্র তৈরি হয়েছে যারা মেট্রোরেলে ঢিল ছোড়ে। এমন ঘটনা কিন্তু প্রায় ঘটছে। আমরাও দুষ্কৃতিকারীদের খুঁজছি তারা সবাই বাড়িছাড়া। এদের আমরা এমন শাস্তি দেবো যাতে করে মেট্রোরেলে কেউ এমন ঘটনা ঘটাতে না পারে।

আগারগাঁও থেকে উত্তরা উত্তর স্টেশনে যাওয়ার পথে রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটেছে। আগাঁরগাও থেকে ছেড়ে রেলটি কাজীপাড়া ও শেওড়াপাড়া বরাবর আসতেই একটি ঢিল মেট্রোরেলের জানালায় পড়ে। যে স্থানে ঘটনা ঘটছে, সে স্থানে বহুতল ভবন রয়েছে। কোনো দুর্বৃত্ত পূর্বপাশের কোনো ভবন বা ছাদ থেকে ঢিল ছুঁড়ে থাকতে পারে বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা