ডলারের বিনিময় হার বাড়ায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

ডলারের বিনিময় হার বাড়ায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
ডলারের বিনিময় হার বেড়ে যাওয়ায় আজ সোমবার আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম। ব্যবসায়ীরা ধাতুটিতে বড় অংকের বিনিয়োগে সাবধানতা অবলম্বন করছেন। এ কারণে বাজারে এটির চাহিদা তুলনামূলক কম। খবর রয়টার্স।

স্পট মার্কেটে আজ স্বর্ণের দাম আগের দিনের তুলনায় দশমিক ৫ শতাংশ কমেছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ১ হাজার ৯৮০ ডলার ৪২ সেন্টে। অন্যদিকে ফিউচারস মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ হাজার ৯৮৯ ডলার ১০ সেন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৫ শতাংশ কম।

সুদের হার বৃদ্ধির বিষয়ে এ সপ্তাহের শেষে বৈঠকে বসবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ। এ বৈঠকে নেয়া সিদ্ধান্তের ওপর মূল্যবান ধাতুটির বাজারে উত্থান-পতন নির্ভর করছে। সুদের হার বাড়ানো হলে দাম আরো কমবে।

ফেডারেল ওপেন মার্কেট কমিটি (এফওএমসি) ২-৩ মে বৈঠকে বসবে। বিনিয়োগকারীদের মনে করছেন, এ বৈঠকে সুদের হার ২৫ বেসিস পয়েন্টে বাড়ানো হতে পারে।

ডলারের মূল্যসূচক দশমিক আজ ২ শতাংশ বেড়েছে। এর ফলে অন্য মুদ্রার ক্রেতাদের জন্য আরো ব্যয়বহুল হয়ে পড়ল স্বর্ণ। কারণ এসব ক্রেতাকে ডলারে স্বর্ণের মূল্য পরিশোধ করতে হয়।

এদিকে আজ কমলেও এপ্রিলে ধাতুটির গড় দাম ১ শতাংশ বেড়েছে। যুক্তরাষ্ট্রের ব্যাংকিং খাতে আবারো বিপর্যয়ের আশঙ্কায় মাসভিত্তিক দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। কারণ এমন পরিস্থিতিতে বিনিয়োগকারীদের কাছে নিরাপদ বিনিয়োগ মাধ্যম হিসেবে স্বর্ণের কদর বেড়ে যায়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার
রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান