রোববার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচ্য প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি লোকসান হয়েছে ০.০২৬৬ টাকা। গত বছর একই সময়ে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি আয় ছিল ০.০৮২৯ টাকা।
অপরদিকে, ৯ মাসে (জুলাই,২২-মার্চ,২৩) প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি আয় হয়েছে ০.০৩০৭ টাকা। যা গত অর্থবছরের একই সময়ে ০.৪০৩৬ টাকা আয় ছিলো।
৩১ মার্চ, ২০২৩ শেষে প্রতিষ্ঠানটির বাজার মূল্যে ইউনিট প্রতি এনএভি ছিল ১০ টাকা ৫ পয়সা।
অর্থসংবাদ/এসএম