ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (২ মে) ডিএসইতে কোম্পানিটির ২৯ লাখ ৫৬ হাজার ৬৬২টি শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ৫০ কোটি ৭৪ লাখ টাকার বেশি।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে ইস্টার্ন হাউজিংয়ের লেনদেন হয়েছে ৩৫ কোটি ৩০ লাখ টাকার। আর ৩৪ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার হাতবদল হওয়ায় তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ইউনিক হোটেল।
এদিন লেনদেনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- সি পার্ল বিচ, লাফার্জহোলসিম, নাভানা ফার্মা, বসুন্ধরা পেপার মিলস, জেনেক্স ইনফোসিস, আমরা নেটওয়ার্কস এবং এ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৩৪১টি কোম্পানির। এর মধ্যে দর বেড়েছে ৫১টির, কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২০২টির।
অর্থসংবাদ/এসএম