প্রতিনিয়ত দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের ওপর ক্ষুব্ধ বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।
মঙ্গলবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে আসেন কাজী সালাউদ্দিন। তার আগে তিনি সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী এবং সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিকের সঙ্গে একান্তে কথাও বলেন। তাদের সেই কথোপকথনের সময় চালু ছিল সাংবাকিদের হাতে থাকা রেকর্ডারগুলো। যে কারণে মুর্শেদী-মানিকের সঙ্গে সালাউদ্দিনের কথাবার্তা ধরা পড়ে!
ওই সময় দুই সহ-সভাপতিকে সালাউদ্দিন বলছিলেন, বাফুফেতে সাংবাদিক প্রবেশ করতে হলে তাদের বাবার ছবি লাগবে!
কাজী সালাউদ্দিন বলেন, জার্নালিস্টরা বাফুফেতে ঢুকতে হলে তাদের আমার এখানে ফটো দিতে হবে তাদের বাপ-মায়ের। আরেকটা কন্ডিশন হলো তার বাপের ফটো পাঠাবে, জুতা পড়া। ঠিক আছে (হাসি)? এটা হতে হবে মেন্ডটরি। বাপের জুতা পরা ছবি থাকতে হবে।
প্রসঙ্গত, আর্থিক দুর্নীতির কারণে গত মাসে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা) বাফুফের সাবেক সম্পাদক আবু নাঈম সোহাগকে দুই বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করে।