প্রত্যাশা ছাড়িয়ে রপ্তানি বেড়েছে চীনে

প্রত্যাশা ছাড়িয়ে রপ্তানি বেড়েছে চীনে
করোনা সংক্রমণের কারণে চীনের সংকুচিত হওয়া অর্থনীতি দ্রুতই পুনরুদ্ধারের দিকে এগিয়ে চলেছে। আগস্টেও বেড়েছে রপ্তানি। গত বছরের একই সময়ের তুলনায় আগস্টে ডলারে রপ্তানি বেড়েছে ৯ শতাংশ। আজ সোমবার দেশটির শুল্ক প্রশাসনের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গণমাধ্যম সিএনবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

অবশ্য ডলারে আমদানির পরিমাণ কমেছে। গত বছরের একই সময়ের তুলনায় এই আমদানি কমেছে ২ দশমিক ১ শতাংশ।

এর আগে রয়টার্সের অর্থনীতিবিদেরা এক পূর্বাভাসে বলেছিলেন, আগস্টে ডলারে চীনের রপ্তানি গত বছরের তুলনায় ৭ দশমিক ১ শতাংশ বাড়বে। অন্যদিকে আমদানি বাড়বে শূন্য দশমিক ১ শতাংশ। তবে প্রত্যাশার চেয়েও বেশি বেড়েছে রপ্তানি। আগস্টে চীনের বাণিজ্য উদ্বৃত্ত হয়েছে ৫৮ দশমিক ৯৩ বিলিয়ন ডলার। যা ৫০ দশমিক ৫০ বিলিয়ন ডলার হবে বলে আশা করা হচ্ছিল। জুলাইতে বাণিজ্য উদ্বৃত্তের পরিমাণ ছিল ৬২ দশমিক ৩৩ বিলিয়ন ডলার।

জুন থেকে ঘুরে দাঁড়ায় চীনের রপ্তানি। গত জুনে এক বছর আগের তুলনায় চীনের রপ্তানি বাড়ে শূন্য দশমিক ৫ শতাংশ। যদিও বিশ্লেষকেরা আশা করেছিলেন দেড় শতাংশ কমবে। ওই মাসেই দেশটির আমদানি ১০ শতাংশ কমবে—বিশ্লেষকদের এমন প্রত্যাশার বিপরীতে ২ দশমিক ৭ শতাংশ বেড়ে যায়। পরে জুলাইয়ে দেশটির রপ্তানি গত বছরের তুলনায় ৭ দশমিক ২ শতাংশ বেড়েছে। তবে আমদানি কমেছে ১ দশমিক ৪ শতাংশ।

বছরের প্রথম প্রান্তিকে রেকর্ড সংকোচনের পর দ্বিতীয় প্রান্তিকে এসে হঠাৎ করেই ঘুরে দাঁড়িয়েছে চীনের অর্থনীতি। এপ্রিল থেকে জুন—এই তিন মাসে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ২ শতাংশ, যা প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। প্রথম প্রান্তিকে অর্থনীতি ৬ দশমিক ৮ শতাংশ সংকুচিত হয়েছিল, যা ছিল ১৯৯২ সালের পর সবচেয়ে খারাপ ত্রৈমাসিক অবস্থা ছিল। দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরো বলছে, বছরের প্রথম ছয় মাসে গত বছরের তুলনায় অর্থনীতি ১ দশমিক ৬ শতাংশ সংকুচিত হয়েছে।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পোশাকখাতে উৎপাদন খরচ বেড়েছে, কমে গেছে চাহিদা
২০২৩ সালে স্বর্ণের দাম বেড়েছে ১৩ শতাংশ
২০২৩ সালে জ্বালানি তেলের দাম কমেছে ১০ শতাংশ
ইভ্যালিতে বড় অফার আজ, ১০ টাকায় মিলবে পাঞ্জাবি
হিলিতে আদা-সবজিতে স্বস্তি, বাড়তি দামে রসুন
বাংলাদেশে বিনিয়োগের ঐক্যমতে শেষ হলো গ্লোবাল বিজনেস কনফারেন্স
১১ মাসে ৪৩ বিলিয়ন ডলারের পোশাক রফতানি
২০২৪ সালে ৮ বিলিয়ন ডলার বিনিয়োগ পাচ্ছে চট্টগ্রাম বন্দর
আইসিএবির নতুন সভাপতি ফোরকান উদ্দীণ
বিসিক শিল্পনগরীতে এক হাজার ৯৮ প্লট খালি