বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, কার্যদিবসের মাঝ পথে আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের স্পট মূল্য স্থির হয়েছে ২০৩৮ ডলার ১৯ সেন্টে। দিনের শুরুতে যা ছিল ২০৭২ ডলার ১৯ সেন্ট।
সর্বকালের সর্বোচ্চ দামের তা কাছাকাছি। এর আগে ২০২০ সালে স্বর্ণের দর উঠেছিল ২০৭২ ডলার ৪৯ সেন্টে। এখন পর্যন্ত বিশ্ব ইতিহাসে তা সবচেয়ে বেশি দর।
কর্মদিবসের মধ্য ভাগে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্যও নিম্নমুখী হয়েছে। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ২০৪৭ ডলার ৭০ সেন্টে। এদিন সূচনাতে তা ছিল ২০৫৫ ডলার ৯০ সেন্ট।
আইজির বাজার বিশ্লেষক ইয়েপ জুন রঙ বলেন,সবশেষ বৈঠকে সুদের হার বাড়িয়েছে ফেড।এতে স্পষ্ট ব্যাংকিং খাতে ঝুঁকি রয়েছে। এছাড়া নীতি সুদহার তুলে নেয়া হবে বলেও পরিষ্কার করে কিছু জানায়নি তারা। তাতে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখীই রয়েছে।
অর্থসংবাদ/এসএম