কোভিড মোকাবিলায় ডব্লিউএইচও’র নতুন কৌশলগত পরিকল্পনা

কোভিড মোকাবিলায় ডব্লিউএইচও’র নতুন কৌশলগত পরিকল্পনা
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বুধবার কোভিড-১৯-এর জন্য একটি নতুন কৌশলগত পরিকল্পনা জারি করেছে। যা জরুরি প্রতিক্রিয়া থেকে দীর্ঘমেয়াদী কোভিড -১৯ রোগ পরিচালনায় রূপান্তরের দিকে মনোনিবেশ করে।

গ্লোবাল স্ট্র্যাটেজিক প্রিপেয়ার্ডনেস, রেডিনেস অ্যান্ড রেসপন্স প্ল্যান (এসপিআরপি) ২০২৩-২০২৫ কোভিড-১৯ এর জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার চতুর্থ কৌশলগত পরিকল্পনা।

জরুরি অবস্থা থেকে দীর্ঘমেয়াদী, টেকসই প্রতিক্রিয়ায় রূপান্তরের ক্ষেত্রে আগামী দু’বছরে কিভাবে কোভিড-১৯ মোকাবিলা করা যায় সে বিষয়ে দেশগুলোর জন্য ওই নথিটি একটি গাইড।

এক বিবৃতিতে ডব্লিউএইচও জানিয়েছে, ‘যদিও আমরা কোভিড-১৯ মহামারি মোকাবিলায় অনেক শক্তিশালী অবস্থানে রয়েছি, ভাইরাসটি এখানো রয়েছে এবং দেশগুলোকে অন্য সংক্রামক রোগের পাশাপাশি এটি মোকাবেলা করতে হবে।’

এতে আরো বলা হয়, ‘মহামারিটি আন্তর্জাতিক উদ্বেগের একটি জনস্বাস্থ্য জরুরি হিসেবে থাকুক বা না থাকুক, এসপিআরপি ২০২৩-২৫ কোভিড-১৯ পরিচালনায় দেশগুলোকে গাইড করতে কার্যকর হবে।’

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আপডেট করা দু’বছরের কৌশলটি ২০২২ সালের এসপিআরপির লক্ষ্যগুলোর ওপর প্রসারিত হয় এবং জাতিগুলোকে সাহায্য করে। কারণ তারা টেকসই, দীর্ঘমেয়াদী কোভিড-১৯ রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনার জন্য গুরুতর জরুরি প্রতিক্রিয়ার থেকে সরে যায়।

কোভিড-১৯ সম্পর্কিত আন্তর্জাতিক স্বাস্থ্য প্রবিধান জরুরি কমিটি বৃহস্পতিবার ১৫ তম বারের মতো বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালককে পরামর্শ দিতে বৈঠকে বসবে যে মহামারিটি এখনো আন্তর্জাতিক উদ্বেগের জনস্বাস্থ্য জরুরি অবস্থা কি-না।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ভারতে সাড়ে ৭ মাসে সর্বোচ্চ করোনা আক্রান্তের সংখ্যা
করোনার নতুন ভ্যারিয়েন্ট, ভারতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু
একবছরে সুপার স্পেশালাইজডে সেবা নিলেন ৪১ হাজার রোগী
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু
দেশে এইডসে  আক্রান্ত ১২৭৬, মৃত্যু ২৬৬
পশ্চিমবঙ্গে ছড়াচ্ছে নতুন প্রজাতির অ্যাডিনো ভাইরাস
ডেঙ্গুতে মোট মৃত্যু ১৭০০ ছুঁই ছুঁই
করোনার নতুন সাব ভ্যারিয়েন্ট জেএন.১
ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ১৮৮ জন
দেশে ডাক্তার-নার্সের ঘাটতি আছে